বগুড়ার সোনাতলা উপজেলা পৌরসভা নির্বাচন পরবর্তী নির্বাচনী সহিংশতায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী মেয়র নান্নুর বাহিনীর হামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটনসহ চার নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষকলীগ।
আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল।
উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক এটিএম মশিউর রহমান দিদার প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন। এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, সাধারন সম্পাদক মানিক সরকার, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মতিন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শিপলু, শামীম রাব্বি, প্রভাষক পান্না, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন কুমার ঘোষ, ইউনিয় কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল, এসএম রাশেদ, খলিলুর রহমান খলিল, সুরুজ মাষ্টার, রাশেদ, সাধারন সম্পাদক দুলাল, শাহিন, রাঙ্গা, ভুট্রা, সাগরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগের নেতাকর্মীরা।
বক্তরা ওই হামলার তিব্র নিন্দা,ক্ষোভ ও দোষী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
Posted ৮:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD