রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শনিবার, ২৭ আগস্ট ২০২২
102 বার পঠিত
সোনাতলায় ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বগুড়ার সোনাতলায় এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির নেতা আরিফুল ইসলাম আরিফ। সে উপজেলার সুজাইতপুর গ্রামের ছকিম উদ্দীনের ছেলে।

ঘটনার শিকার বালুয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের ওই নারী সাংবাদিকদের জানান, ‘গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে দিঘীরপাড়ায় ভাড়াকৃত দিঘীর মালিক সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ মাছ দেয়ার কথা বলে ফোন দিয়ে তাকে বাগবাড়ি এলাকার রানির দিঘীর পাড়ে ডেকে নেন। সেখানে যাওয়ার পর আরিফুল ইসলাম ও তার সহযোগীরা হঠাৎ করে দিঘীর পাশের একটি ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিছু লোকজন আসার কারণে সহযোগীসহ পালিয়ে যায় আরিফ। স্থানীয় লোকজন আরিফকে ধরতে না পারলেও তাকে (ভুক্তভোগীকে) ঘরটিতে তালাবদ্ধ করে রাখে। সোনাতলার বাইরে অবস্থানরত নারীটির দিনমজুর স্বামীকে ফোনে বিষয়টি জানায় ঘটনার শিকার নারী। পরেরদিন সকাল ১০টায় তাকে তার স্বামী এসে উদ্ধার করে। এ ঘটনায় সোনাতলা থানায় মামলার প্রস্তুতি চলছে।


ধর্ষণ চেষ্টার শিকার নারীর স্বামী জানিয়েছেন, ‘২৫ আগস্ট অনেক রাতে আমার স্ত্রীর ফোন পেয়ে আমি ২৬ আগস্ট সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। গ্রামে এসে ওইদিন সকাল ১০টায় দীঘিরপাড়ের তালাবদ্ধ ঘরটি থেকে আমি তাকে উদ্ধার করি।’

এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি আলোকিত বগুড়া’কে জানান, ‘এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, তবে লোকমুখে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’


Facebook Comments Box


Posted ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!