আলোর প্রদীপ সংগঠনের ৭ম কার্যপরিষদ সাধারণ নির্বাচনের তফসীল মঙ্গলবার বিকাল ৩টায় অস্থায়ী কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাজিবুর রহমান শীতল। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ পারভেজ আহম্মেদ পাপ্পু, মোঃ আলী আহসান মুজাহিদ,মোঃ আব্দুল আলীম।
ঘোষণাকৃত নির্বাচনী তফসীল অনুযায়ী আলোর প্রদীপ সংগঠনের ৭ম কার্যপরিষদ সাধারণ নির্বাচন আগামী ২২জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত অত্র সংগঠনের সদস্যগণ তাদের প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এছাড়াও মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ১৪ জুলাই হতে ১৮ জুলাই পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জুলাই।প্রার্থীতা প্রত্যাহার ১৯ জুলাই বিকাল ৩টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ ১৯ জুলাই বিকাল ৪টায় হবে বলে প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন।
তিনি নিয়ম অনুযায়ী সদস্যদের মনোয়নপত্র সংগ্রহ এবং জমাদান শেষে একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য; আলোর প্রদীপ সংগঠন ২০০৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই প্রতি দুই বছর পরপর একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নির্বাহী ক্ষমতার পালা বদল ঘটছে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD