বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ১৩ মার্চ শনিবার ত্রি-বার্ষিক সম্মেলনে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ১১ মার্চ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
সম্মেলনে সভাপতি পদে ৪ জন মনোনয়ন উত্তোলন করলেও জমা দিয়েছেন ৩ জন। সাধারন সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র উত্তোলন করে ২ জনই জমা দিয়েছেন বলে জানান সোনাতলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব।
সম্মেলনে সভাপতি প্রার্থীরা হলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সুপ্রীম কোর্টের আইনজীবী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আছালতজামান।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সোনাতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু সম্মেলনে সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করলেও শেষ পর্যন্ত জমা দেননি।
Posted ১১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud