বগুড়ার সোনাতলায় ‘আন-নূর সাইন্টিফিক মাদরাসা’র ২০২২ইং সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, আন-নূর সাইন্টিফিক মাদরাসার পরিচালক মো.গোলাম রব্বানী রোমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা পৌরসভার প্যানেল মেয়র(২) মো.হারুন অর রশিদ হারুন, পৌর কমিশনার রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের প্রধান সমন্বয়কারী আবু মান্নাফ খান সৈকত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওঃ মো.মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্যে মাঝে মাঝে ওই মাদরাসার শিক্ষার্থীরা কবিতা আবৃতি ও ইসলামী গজল পরিবেশন করে। এ সময় অভিভাবক,শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ফলাফল ঘোষণান্তে কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD