বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ইং পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সকালে উপজেলা চত্তর থেকে নির্বাহী অফিসার(ইউএনও) সাঈদা পারভিন এর নেতৃত্বে একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউএনও সাঈদা পারভিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলি আবু রেজওয়ান প্রমুখ।
উপজেলা অন্যান্য দপ্তরের অফিসার, ফায়ার সার্ভিস
কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD