বগুড়ার সোনাতলা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ও পৌর বূদ্ধিপ্রতিবন্দী ও অটিষ্টিক স্কুলের সহযোগীতায় ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন, পৌর বূদ্ধিপ্রতিবন্দি ও অটিষ্টিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক এসএম শাহীন আহসান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সিনিয়র সাংবাদিক কাজী হাবিবুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক ফয়সাল আহম্মেদ পৌর বূদ্ধি প্রতিবন্দি ও অটিষ্টিক স্কুলের প্রধান শিক্ষক রাব্বী, সহকারী শিক্ষক রমজান আলী নুরুন্নবী।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD