বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামে আগুনে পুড়ে গোয়ালঘর ভস্মিসহ একটি দুধাল গাভীর মৃত্যু ও ২ বকনা গরু আহত হয়েছে।
সরজমিনে গিয়ে জানাযায়, পশ্চিম তেকানী গ্রামের মৃত ভোলা মোন্নার ছেলে জাকির হোসেন এর গোয়ালঘরে গত রবিবার সন্ধায় আগুন লাগে। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তিনটি শয়ন ঘর রক্ষা পায়। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই একটি শয়ন ঘরের আংশিক ও গোয়াল ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। ফলে গোয়াল ঘরের মধ্যেই একটি গাভীর মৃত্যু হয়। দুইটি বকনা গরু ও একটি ছাগল আংশিক পুড়ে আহত হয়।
এ ব্যাপারে বাড়ীর মালিক জাকির জানান, গত রবিবার দুপুরে তার স্ত্রী,সন্তান ও মাকে নিয়ে পাশের গ্রামে শ্বশুর বাড়ীতে দাওয়াত খেতে যায়। সন্ধায় তার বাড়ীতে আগুন লাগার সংবাদ পেয়ে বাড়ীতে এসে দেখে তার একটি গাভী মারা গেছে ও দুইটি গরু এবং একটি ছাগল আহত হয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান জাকির। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি।
Posted ৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD