বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান,সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিনহাদুজ্জামান লীটনসহ চার নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে দেড় ঘন্টা ব্যপি প্রতিকী অনশন করেছেন ওই কলেজের শিক্ষক কর্মচারীরা।
আজ ১৩ নভেম্বর শনিবার পৌর এলাকার বঙ্গবন্ধু চত্তরে মুক্তমঞ্চে এ প্রতিকী অনশন পালন করা হয়। প্রতিকী অনশনে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ একেএম রবিউল আউয়াল বিপ্লব সহকারী অধ্যপক আবু বক্কর সিদ্দিক, ওয়াসিম রোমানা লিপি, প্রভাষক শফিকুল ইসলাম বাদশা, সালেহ আহম্মেদ সবুজ, ওমর ফারুক, এটিএম মশিউর রহমান দিদার, লাবলু সরকার, লাইব্রেরীয়ান জুলফিকার রহমান টিটো, প্রদর্শক সাজেদুর রহমান শামিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নুরে আলম লিখন।
Posted ৭:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD