বগুড়ার সোনাতলার ৭টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ আজ। ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট ৪৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হচ্ছে। আজ সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ধাপে ধাপে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি একদিন আগেই সম্পন্ন করেছেন।
এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নিয়োজিত থাকছেন ৭টি ইউনিয়নে ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও মোবাইল টিম। এছাড়াও মোট ভোট কেন্দ্রে পুলিশ ৪৩৫জন ও আনসার সদস্য (পুরুষ) ৭৪০জন, আনসার সদস্য (নারী) ৫১৮জন দায়িত্ব পালন করবেন।
ইতিমধ্যে গতকাল রবিবার সকল ভোট কেন্দ্রে ইভিএম মেশিনসহ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রে পৌছেছেন। ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডে মোট ১,৩৫,৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার আলোকিত বগুড়াকে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। ইভিএমে শতভাগ স্বচ্ছ নির্বাচন সোনাতলাবাসীকে উপহার দেয়া হবে।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD