বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শালিখা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো.আব্দুল বারেক মন্ডল। এ সময় ওই স্কুলের নবনির্বাচিত অভিভাবক সদস্য মো.আলমগীর হোসেন ঠান্ডা উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুল বারেক মন্ডল তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত কমিটি দ্বারা স্কুলটি পরিচালিত হয়ে আসছে। গত ৫ নভেম্বর নিয়মিত কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার ৭(সাত) দিনের মধ্যে সভাপতি নির্বাচন করার জন্য স্কুলের প্রধান শিক্ষক নবনির্বাচিত সদস্যদের নিয়ে সভা আহবান করার বিধান রয়েছে। সেই মোতাবেক স্কুলের প্রধান শিক্ষক ১২ নভেম্বর সভার দিন ধায্য করে নির্বাচিত সকল সদস্যকে নোটিশের মাধ্যমে অবগত করেন। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক অনিবার্য কারণ দেখিয়ে সভাটি ১১ নভেম্বর নোটিশ জারির মাধ্যমে স্থগিত ঘোষণা করেছেন। যা নিয়ম বহির্ভূত দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান।
বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানূগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD