বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের মহিচরন গ্রামের মানিক মিয়ার ক্রয়কৃত জমি থেকে অন্যায়ভাবে বিভিন্ন জাতের গাছ কর্তন করেছে প্রতিপক্ষ একই গ্রামের ফুলবাবু ও তার লোকজনেরা। মানিক মিয়া মহিচরন গ্রামের আব্দুল মান্নান প্রামানিকের ছেলে এবং ফুলবাবু এক্ই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মানিক মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ফুলবাবু(৪৫) তার দুই ছেলে এন্তাজুল ইসলাম(২৮) ও আজিজুর হক(২৬) এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুর রহিম(২৫) ও ফেরদৌস(২২) এদের বিরুদ্ধে স্থানীয় থানায় ৪ আগস্ট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরেজমিনে জানা যায়, মহিচরন গ্রামের মানিক মিয়া মহিচরন মৌজার জেএল নং ৭৩,খতিয়ান নং ৮৪,আর এস খতিয়ান নং ৪৫৮,সাবেক দাগ নং ১৮৪৮ হালে ৩০৭৫ নং দাগে ১০ শতাংশের কাতে ৩ শতাংশ জমি বিভিন্ন জাতের গাছ লাগানো অবস্থায় দলিল মূলে একই গ্রামের মাহবুল ইসলাম এর নিকট থেকে ক্রয় করে। গত ১ আগস্ট অনুমান সকাল ১০টায় ফুলবাবু ওই জমি তার দাবী করে ৪০টি বিভিন্ন জাতের গাছ কর্তন করে। এ সময় মানিক বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে মারমুখি হলে সে দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গ্রামের মাতা-মুরব্বীরা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে মানিক প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে সোনাতলা থানা সেকেন্ড অফিসার ইয়ামিন আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:০২ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD