বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের বয়ড়া উচ্চ বিদ্যালয়ে আব্দুল মান্নান একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। আজ ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আতিকুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহাদারা মান্নান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জান লীটন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি বয়ড়া কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম রঙ্গিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, সাধারণ সম্পাদক মানিক সরকার, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষসহ সুধীজন।
পরে প্রধান অতিথি উপজেলার হাট করমজা বাজারে বিকাল ৪টায় আলোচনা সভায় জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Posted ৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD