বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট থেকে ৭ দিনের মধ্যে ২টি মটরসাইকেল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একটি গত কয়েকদিন আগে বালুয়া ইউনিয়ন পরিষদের মধ্য হতে আরেকটি ঈদুল ফিতরের দিন বালুয়াহাট সোনালী ব্যাংকের সামনে হতে। ইউনিয়ন পরিষদের মধ্য থেকে হারানো মটরসাইকেলের (এ্যাপাচি আরটিআর বগুড়া ল ১২-২৪০৮) মালিক নগরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা। অপর মটরসাইকেলের মালিক (ডিসকভার বগুড়া হ-১৬১৬৫৭) উত্তর আটকড়িয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে চাতাল ব্যাবসায়ী ফজলুল হক মোল্লা।
এলাকাবাসিরা জানান, ইদানিং একটি সংঘবদ্ধ দল তৈরি হয়েছে যাদের সহযোগিতায় বালুলাহাটে শুরু হয়েছে মটরসাইকেল চুরি। এ ব্যাপারে এলাকাবাসী খোভের সহিত জানিয়েছে,পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে স্থানীয় সহযোগিদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে পারলে চুরির হাত থেকে এলাকাবাসী রক্ষা পাবে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে কথা বললে তিনি আলোকিত বগুড়া’কে জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছেন। থানায় লিখিত অভিযোগ হয়েছে কিনা জানেন না। থানায় অভিযোগের বিষয়টি থানা ডিউটি অফিসারের নিকট থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন। তবে তিনি এ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলেও আমাদের প্রতিবেদককে জানিয়েছেন।
থানা ডিউটি অফিসার এস.আই নুর ইসলাম জানান, ফজলুল হক মোল্লা এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD