বগুড়ার সোনাতলা উপজেলার ৮হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ করেন ও বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাঈদা পারভিন। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ ও পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক সরকার।
জানা যায়, মোট ৮হাজার কৃষকের মধ্যে সাড়ে ৩ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD