বগুড়ার সোনাতলায় সরকারী রাস্তা থেকে তালগাছ কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা টু কোড়াডাঙ্গা সড়কের স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তিসেবার পূর্ব পাশে রাস্তা সংলগ্ন স্থান থেকে একই এলাকার পূর্ব করমজা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে দুলু মিয়া ২টি তালগাছ কেটে ফেলে। এ সময় উক্ত দুলু ও তার আরও ৩/৪ জন সহযোগি কাউকে তোয়াক্কা না করে দিন দুপুরে সরকারী জায়গা থেকে ওই গাছ দুটি কর্তন করে।
এ ব্যাপারে একই এলাকার আফজাল হোসেনের ছেলে হাবিবুল্লাহ বাদি হয়ে থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দাখিল করে। এছাড়াও সহকারী কমিশনার কার্যালয়ে অনুরুপ পৃথক আরেকটি অভিযোগ দাখিল করলে স্থানীয় ইউনিয়ন অফিসের তহসিলদারকে তদন্ত করে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
গতকাল মঙ্গলবার উপজেলার জোড়গাছা ভুমি অফিসের তহসিলদার মোঃ আমিনুল ইসলাম সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রতিবেদন দাখিল করেছেন।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, বর্তমান সরকার সারাদেশে যখন বর্জ নির্ধারক গাছ হিসেবে তাল গাছকে রাস্তার পাশে রোপণ করার জন্য দেশবাসীকে নির্দেশ প্রদান করেছে, ঠিক সেই মুহুর্তে সোনাতলা উপজেলার হাটকরমজা এলাকা থেকে ২টি তালগাছ কর্তন করা হয়েছে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD