বগুড়ার সোনাতলা উপজেলায় গত ৯জুলাই (শনিবার) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত দৈনিক আমার সংবাদ এর সোনাতলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাককে আজ রোববার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন দৈনিক আমার সংবাদ পরিবারের বগুড়ার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ’র বগুড়া ব্যূরো এম এ ওয়াদুদ, জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, সদর প্রতিনিধি মোঃ রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গফুর মন্ডল, শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি নাজিরুল ইসলাম নাজির, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ সরিফুল ইসলাম, আদমদীঘি উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ফজলুল হক প্রমুখ।
পরে আহত সাংবাদিক আব্দুর রাজ্জাক এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তার মা ওপিয়া বেওয়া। তার মায়ের সাথে কথা বলে জানা যায়, দূর্ঘটনার পরই সে জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরলেও মাথায় আঘাতের কারণে প্রচুর মাথা ব্যাথা ও বমিবমি ভাব হওয়াসহ উঠে দাঁড়ানো বা স্থির হয়ে বসে থাকতে বেজায় কষ্ঠ হচ্ছিল তাঁর।আলহামদুলিল্লাহ আজ (রোববার) সকাল থেকে এখন একটু সুস্থ আছেন। কর্তব্যরত চিকিৎসক জানান,পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
প্রসঙ্গত,গত ৯জুলাই বিকাল ৫টায় তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে একটি মোটরসাইকেলযোগে সোনাতলা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে রানীরপাড়া গ্রামের কেল্লাগাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটলে আহতদেরকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার, সাংবাদিক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। হাবীব দৈনিক মুক্তবার্তার সোনাতলা উপজেলা প্রতিনিধি ছিলেন। আহত অপর দুই সাংবাদিক আব্দুর রাজ্জাক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফয়সাল আহমেদ সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আপনারা সবাই আহত সাংবাদিক আব্দুর রাজ্জাক ও ফয়সাল আহমেদ এর জন্যে দোয়া করবেন।
Posted ৭:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD