শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় লিজ থাকা সত্তেও রেলওয়ে জলাশয় দখলের চেষ্টায় ওয়ারিয়র্স ক্লাবের সদস্যরা

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
156 বার পঠিত
সোনাতলায় লিজ থাকা সত্তেও রেলওয়ে জলাশয় দখলের চেষ্টায় ওয়ারিয়র্স ক্লাবের সদস্যরা

বগুড়ার সোনাতলায় আসাদুল ও আসাদুজ্জামানের লিজ থাকা সত্তেও ওয়ারিয়র্স ক্লাবের সদস্যদের হস্তক্ষেপে রেলওয়ে জলাশয় দখলের চেষ্টা এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কায্য‍লয় হতে দুটি জলাশয় আসাদুল ইসলাম ও আসাদুজ্জামান টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দর দিয়ে বাংলা ১৪২৭ হতে ১৪২৯ সন পর্যন্ত জলাশয় দুটি ভোগ দখলে করে আসছে। নিয়ম অনুসারে গত বাংলা ১৪২৯ সন চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল। সেই মোতাবেক টেন্ডার ব্যতী রেখে বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থা নীতিমালা অনুযায়ী রেলওয়ে জলাশয় ভূমি বরাবরে লাইসেন্স প্রাপ্তির বিষয়ে আবেদন করেন ওই দুই ব্যাক্তি। আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কার্যলয় হতে গত বছরের খাজনা থেকে ২৫ % টাকা বেশি দিয়ে আগামী ১বছরের জন্য নবায়ন নেয়।


এদিকে বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কার্যলয় হতে ওয়ারিয়র্স ক্লাবের সদস্যরা টেন্ডারের মাধ্যমে লিজ নেওয়ার জন্য সিডিউল ক্রয় করে। ১৪ এপ্রিল শনিবার সকালে ওয়ারিয়র্স ক্লাবের নামযুক্ত সাইনবোর্ড ওই জলাশয় টাঙ্গিয়ে দেয়। এঘটনায় আসাদুল ইসলাম ও আসাদুজ্জামান দুজনে থানা পুলিশকে অভিযোগ করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন কালে ওয়ারিয়র্স ক্লাবের সদস্যদের সাথে বাক বিতণ্ডার ঘটনা ঘটে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে বলেন, ক্লাবের ছেলেরা জলাশয় দখল করতে যায়। এতে করে আইনশৃঙ্খলা অবনতি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কে জলাশয় যেতে নিষেধ করে। আরও বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box


Posted ১২:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!