বগুড়ার সোনাতলা পৌর এলাকায় কানুপুর গ্রামে কুমিরখাকী বিলে কানুপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ সমাজ ভিত্তিক মৎস চাষ ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’র উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
১৫ এপ্রিল শনিবার সকালে কানুপুর গ্রামে কুমির খাকী বিলে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোহাগ সরদার, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শাহিনুর, ইব্রাহিম ও রহিম।
এসময় কানুপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ সমাজ ভিত্তিক মৎস চাষ ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, কানুপুর মৌজার ৫৫৫ ও ৫৫৬ দাগে ৬.৬৮ একর জলাশয় সরকারি নিয়ম অনুসারে এই কুমিরখাকী বিলে আমরা আজ ২০মন পোনা মাছ অবমুক্ত করলাম’।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন কানুপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কল্যাণ সমাজ ভিত্তিক মৎস চাষ ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ নামে লিজ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে করে বলেন সরকারি সকল নিয়ম কানুন মেনেই তারা মাছ চাষ করছে।
Posted ৮:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD