বগুড়া সোনাতলায় আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০জন সাংস্কৃতিক কর্মীকে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
সোনাতলা থিয়েটার ও প্রেস ক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, সংস্কৃতি পর্ষদ এর যুগ্ম আহ্বায়ক ছানাউল ইসলাম রিজু, লালন সঙ্গীত একাডেমি’র সভাপতি রিবু, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন প্রমূখ।
Posted ১১:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD