বগুড়ার সোনাতলায় “নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠন” কে দশটি চেয়ার উপহার দিয়েছেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মো: মিনহাদুজ্জামান লীটন।
উপজেলার কাবিলপুরে অবস্থিত “নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠন” এর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই উপহার তুলে দেন। উপহার তুলে দেয়ার প্রাক্কালে তিনি নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো: হারুনুর রশিদ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় ভ্যান শ্রমিকদের পাশে থাকার প্রত্যেয় ব্যক্ত করেন৷
তিনি বলেন “আপনারা মেহনতী মানুষ, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন। আপনাদের এই পরিশ্রম কে আমি সেলুট জানাই। আমি আশা করি আপনার এই সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধানে উদ্যগী হবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।”
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, সোনাতলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিষ্টার, নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠনের উপদেষ্টা এম এম মেহেরুল, উপজেলা যুবলীগের নাহিদ হাসান জিতু ও ভ্যান শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলামসহ প্রমূখ।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD