বগুড়ার সোনাতলায় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরিন ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৯মে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন লাল ফিতা কেটে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, সোনাতলা উপজেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, পৌর আওয়ামী লীগের
সভাপতি ও পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু ও আবু সাইদ প্রমূখ।
চলতি মৌসুমে উপজেলার এর দুটি গুদামে ১ হাজার ৪শ ২৪ মেট্রিক টন ধান ও ১ হাজার ৪শ ৫ মেট্টিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের
মূল্য ২৭টাকা দরে সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করা হবে এবং চাউল মিল মালিকদের নিকট থেকে প্রতি চাল ৪০টাকা দরে ক্রয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD