বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনাতলা উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়নকল্পে নগদ অর্থ বিতরণ করেছেন।
এ উপলক্ষে আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়নে অর্থ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ও অনুদানের নগদ অর্থ মসজিদ কমিটির সভাপতি এবং ঈদগাহ মাঠের সভাপতির হাতে তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন ওই মসজিদের সভাপতি মোহাম্মদ আলী। আরও বক্তব্য দেন সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগা জামে মসজিদ, সদর ইউনিয়নের চকনন্দন জামে মসজিদ ও মন্দির, সোনাতলা পৌর এলাকার কানুপুরে ২টি মন্দিরেও নগদ অর্থ বিতরণ করেন।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD