বগুড়ার সোনাতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন এতে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন।
প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার এহিয়া কামাল, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষক অফিসার রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের প্রমুখ। এরপর সোনাতলা থিয়েটার ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD