বগুড়ার সোনাতলায় ২০২৩-২৪ চলতি মৌসুমে পাটের ও উফসী আউস ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ২ এপ্রিল রবিবার সকাল ১১টার দিকে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বালুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভায় আবও বক্তব্য দেন উপজেলা মৎস অফিসার মো.হাফিজুর রহমান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ ও কৃষক মো.মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.রবিউল ইসলাম।
এরপর প্রধান অতিথি সাহাদারা মান্নান উপজেলা ১ হাজার ৬’শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান,১০ কেজি এমওপি,১০ কেজি ডিএপি সার এবং ১ হাজার জনের মাঝে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিসংখ্যান অফিসার মো.সাফিউল ইসলাম,যুব-উন্নয়ন অফিসার রওশন ইজদানী,কৃষি সম্প্রসারণ অফিসার মো.মাসুদ পারভেজ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.সারোয়ার জাহান,উপজেলা আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক নবীন আনোয়ার কমরেড সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD