বগুড়ার সোনাতলায় আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। ওয়ান ইলেভেন পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ১১মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে ২০০৮ সালের ১১জুন মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের সোনাতলার বাসভবনে বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাহাদারা মান্নান প্রধান অতিথি’র বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক জোড়গাছা ইউপি চেয়ারম্যান মো.রোস্তম আলী মন্ডল।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এরপর প্রধান অতিথি উপজেলার ৩টি অসহায় পরিবারের মাঝে সাত বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।
বিতরণকালে সাবেক মধুপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা অসীম কুমার জৈন নতুন, মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা,জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন,পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশিদ মিজুসহ অন্যান্য নেতাকর্মীসহ সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫২ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD