বগুড়ার সোনাতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মাদরাসার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিফাজত তারা মিরা। তিনি তার বক্তব্যে বলেন, বগুড়ার গাবতলীতে বিএনপির সম্মেলনে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জেরিন রনির কু-রুচিপুর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদ জানান। সেসাথে দোষীদের আইনের আওত্তায় আনার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী গের সাধারণ সম্পাদক আফরিন পিংকি, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ওসিয়া আক্তার রুনা, সাধারণ সম্পাদক নিশা আক্তার সীমা, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলী বেগম, শিবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাখি বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুন্নি বেগম, শিল্পী বেগম প্রমুখ।
Posted ৯:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD