বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মাদ্রাসার দপ্তরী, ধর্ষণ মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে। গত ৭ জুন বুধবার দিন ব্যাপী বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল তত্বাবধানে সোনাতলা থানার, অফিসার ইনচার্জ সাহেবের পরিচালনায়, এসআই নাজিম উদ্দিন, এসআই আক্কাস আলী, এসআই আসাদুজ্জামান, এসআই মাহমুদুল হাসান, এএসআই আঃ কাদের, এএসআই আতিকুজ্জামান, সঙ্গীয় ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ি চারমাথা মোড়ে ৫০ গ্রাম গাঁজাসহ ফুলবাড়ি পিএম দাখিল মাদরাসা দপ্তরী মৃত. আলতাফ হোসেনের ছেলে মোঃ ইমদাদুল (৩২)কে হাতেনাতে আটক করেন থানার মামলা নং- ০৬।
অপরদিকে ধর্ষণ মামলার আসামীর মামলা নং- ৭/৭০ উপজেলার শিহিপুর বটতলার মোঃ আমিরুল ইসলামের ছেলে আঃ আজিজ (২২) কে গ্রেফতার করেন এবং সোনাতলা থানার মামলা নং- ১৩১/২৩ এর আসামী পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের মোঃ রেজাউল করিমের স্ত্রী মোছাঃ তাহেরা বেগম, একই এলাকার মৃত এমামুল হকের ছেলে ইমরান হোসেন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদেরকে ৮ জুন দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD