বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে জৈনক রাসেল মিয়া’র চাতাল থেকে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় সাত জুয়ারীকে আটক করেছে। এ সময় জুয়ার আসর থেকে ৩সেট তাস ও নগদ ৪হাজার ৫’শ ৬০টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর(বুধবার) রাতে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে তদন্ত অফিসার কামাল হোসেন, এসআই মাহমুদুল হাসান ও এএসআই এরশাদ সঙ্গীয় ফোর্সসহ শিহিপুরে জৈনক রাসেল মিয়া’র ধানের চাতালের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে জুয়ারীদের আটক করতে সক্ষম হয়।
আটককৃত জুয়ারুরা হলো উত্তব সুখানপুকুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মো. জাফরুল ইসলাম(২৮), একই গ্রামের মৃত নকিবর রহমানের ছেলে মোঃ আজমল হোসেন (২৬), মৃত মুগলু আকন্দের ছেলে মো. ইব্রাহিম হোসে (৪০) ও মৃত শুকুর আলীর ছেলে মো. মুকুল হোসেন(৩৫),উত্তর বাঁশহাটা গ্রামের হরেন্দ্র নাথের ছেলে হরিপদ রায়(৩৬), মৃত আজিজার রহমানের ছেলে মো.বাছেদ আলী(৪৭) ও শিহিপুর গ্রামের জিলাল সাকিদারের ছেলে মো.শুকুর আলী(২৮)।
অপর এক অভিযানে পুলিশ ওয়ারেন্টের আসামি উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোনারুল ইসলাম ও মধুপুর ইউনিয়নের উত্তর মধুপুর গ্রামের মো.কুদ্দুস বেপারীর ছেলে জাহিদ হাসানকে আটক করেছে। জুয়ারীদের নামে থানায় মামলা দিয়ে সকল আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD