বগুড়ায় নবাগত জেলা প্রসাশক মো.সাইফুল ইসলাম সোনাতলা উপজেলায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাঈদা পারভিন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, জেলা পরিষদের সদ্স্য আবুল হাসান মো. আশরাফুদ্দৌলা,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাবেক উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বকুল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,বীরমুক্তিযোদ্ধা ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল প্রমুখ।
এ সময় উপজেলা প্রসাশনের সকল অফিসার, জনপ্রতিনিধি গণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণরা উপস্থিত ছিলেন।
Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD