বগুড়ার সোনাতলায় জমি জমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- মোঃ হাফিজুর রহমান, মিজানুর রহমান ও মোঃ আমিনুল ইসলাম সিদ্দিক ।
ঘটনাটি ঘটেছে ২০মে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে। এঘটনায় ছোট বালুয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আহত হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
আহত হাফিজুর রহমান ও মামলা সূত্রে জানা যায়, তফশীল ভুক্ত সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসতেছে হাফিজুর রহমান পক্ষের লোকজন। উক্ত সম্পত্তি পূর্ব হতে প্রতিপক্ষ রতন পক্ষের লোকজন ৪শতাংস জমি তাদের বলে দাবী করে জোরপূর্বক জবর দখল করার পায়তারা করে আসছে। হাফিজুর রহমান প্রতিপক্ষ রতনদেরকে জমির কাগজপত্র উপস্থাপন করতে বললে তারা তাদের কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে না বরং বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ খুন জখমের হুমকি প্রদান করে আসতে থাকে। এরই একপর্যায়ে ২০ মে শনিবার বেলা ১১টায় বিরোধ পূর্ণ জমিতে মাপযোগ দেওয়া শুরু করে হাফিজুর রহমানের লোকজন। এসময় সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক রতন পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে তাদের হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো ছোরা, রাম-দা ইত্যাদিসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তফশীল ভুক্ত দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে। উক্ত সম্পত্তির জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করলে হাফিজুর রহমান ও তার লোকজন বাধা প্রদান করলে প্রতিপক্ষ রতন ও তার লোকজন মোঃ হাফিজুর রহমান তার চাচাতো ভাই মিজানুর রহমান ও মোঃ আমিনুল ইসলাম সিদ্দিক (৩৫)কে হত্যার উদ্দেশ্যে উপুর্যপরি আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তারা ডাক চিৎকার করলে তাদেরকে রক্ষা করতে হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ শামিমা আক্তার ছবি আগিয়ে আসলে তাকেও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাথারী কিল, ঘুষি লাথি মারে এবং পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। তার গলায় থাকা ০১ ভড়ি ওজনের স্বর্নের চেইন অনুমান- ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মূল্যের অসৎ উদ্দেশ্যে টান দিয়ে ছিরে নেয়।
এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আগিয়ে আসলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, এঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রতন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD