বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
247 বার পঠিত
সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বগুড়ার সোনাতলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে এক গৃহবধূ থানায় মামলা দায়ের করেছে। এ সংক্রান্ত ভুক্তভোগী গৃহবধূ’র একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।‌ সুজন উপজেলার নামাজখালি গ্রামের সুভাষ চন্দ্র ঘোষের ছেলে। ঘটনার পর থেকেই সুজন পলাতক রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে আইনশৃঙ্খলা অবনতি রোধে পুলিশ মোতায়ন করা হয়েছে।

সরেজমিনে ও মামলা সূত্রে জানা যায, অভিযুক্ত সুজন কুমার ঘোষ গত কয়েক বছর যাবত ওই গৃহবধূকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। স্বামী সন্তানের জীবনের মায়া করে বিষয়টি গোপন রাখেন ওই গৃহবধূ। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করে।


এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আলোকিত বগুড়া’কে জানান, ধর্ষণের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঘটনার ব্যাপারে তিনি চক্রান্তের শিকার হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন বলেন, অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। ঘটনা সত্য কি না যাচাই করে দলীয় সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।


Facebook Comments Box

Posted ১০:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!