বগুড়ার সোনাতলায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওত্তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান বক্তব্য দেন ও সার-বীজ বিতরণের উদ্বোধন করেন।
কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩ হাজার ৯ শত ৬০জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার এ বীজ ও সার বিতরণ করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার সহ আ’লীগ দলীয় নেতাকর্মী ও সুবিধাভোগী কৃষকরা। একই অনুষ্ঠানে এমপি সাহাদারা মান্নান এডিপি’র অর্থায়নে কৃষকদের মাঝে কিটনাশক ছিটানো স্প্রে মেশিন বিতরণ করেন।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD