“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে বগুড়ার সোনাতলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে বেলা ১১টার সময় এক বর্ণাঢ্য র্যালী সোনাতলা পৌরশহর প্রদক্ষিণ করে।
র্যালী শেষে থানা চত্বরে অফিসার ইনচার্জ সৈকত হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা তদন্ত ওসি কামাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহিদুল বারী খাঁন রব্বানী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুমপা, সাবেক পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার রহমান দারা প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। এ জন্য পুলিশই জনতা জনতাই পুলিশ, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
এ সময় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, তেকানি চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, পৌর মহিলা কাউন্সিলর, ইউপি মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য, থানা অন্যান্য পুলিশ অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD