সুস্থ ধারার সংস্কৃতিই পারে যুব সমাজকে, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে। আজ বুধবার বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বাঁশহাটা বালুঘাটিপাড়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ফুটবল টুর্ণামেন্টে ও সোনাকানিয়া ডটকম এর উদ্দ্যেগে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহাজাদী আলম লিপি বলেন, দেশের মানুষকে তথা দেশকে উন্নত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে’। দেশ এখন উন্নয়নের দিক থেকে পিছিয়ে নেই, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
উত্তর বাঁশহাটায় শাহাজাহান আলী ও সোনাকানিয়া ডটকমের ও জর্জ কোট বগুড়ার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য দেন জোড়গাছা ইউনিয়ন সাবেক প্যানেল চেয়ারম্যান ও জোড়গাছা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ জামান রুবেল,দিগদাইড় পিজি ডেইলি নুরপুর সভাপতি শ্রী দিলীপ কুমার রায় সুজন, দিগদাইড় ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম পায়েল, সোনাকানিয়া ডটকম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, মেরিন ইঞ্জিনিয়ার সৌরভ মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতোয়ার হোসেন, কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান বাবুল, যুবলীগ নেতা রেজাউল করিম রনি, মোখলেছার রহমান, জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD