সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ৪ মার্চ; চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আলোকিত বগুড়া   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
106 বার পঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ৪ মার্চ; চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব এর ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে ৬৫ সদস্যের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। আগামী ৪ মার্চ এ সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গানো সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।


এদিকে দীর্ঘ কয়েক বছর পর বৃহৎ পরিসরে ভোটার তালিকা প্রকাশ ও পূর্বের ৪৬ জন সদস্যের সাথে নতুন করে এবার আরও ১৯ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৬৫ জন সাংবাদিক একতাবদ্ধ করায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বর্তমান কার্যনিবার্হী কমিটির সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে ধন্যবাদ জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান জানান, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন হাতেগনা কয়েকজন সাংবাদিকের কব্জায় জিম্মি ছিল। ফলে গুরুত্বপূর্ণ কিছু গণমাধ্যমকর্মীদের ক্লাবের সদস্যপদ নিয়ে একটা সংকট বিদ্যমান ছিলো। সেই সংকট কাটিয়ে বর্তমান কার্যনিবার্হী কমিটি নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে ১৯ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


এ ব্যাপারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, দীর্ঘ কয়েক বছর পর ঐতিহ্যবাহী এ সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। সেই লক্ষ্যে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৪:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!