ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে (বর্তমান সভাপতি) হেলাল উদ্দিন পূর্নরায় নির্বাচিত হয়েছে এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাত ৮ টার দিয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এর আগে, বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে হেলাল উদ্দিন ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসাদ উদ্দিন পবলু পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সেলিম আহম্মেদ ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন দানিউল হক মোল্লা ১৩৯ ভোট। মোট ৩৬৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৬৪টি। বাতিল হয়েছে দু’টি।
সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
Posted ৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD