বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্র“য়ারী) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারশ্যান শেখ ফজলে সামস পরস ও সাধারণ সম্পদক আলহাজ মো. মাইনুল হোসেন খান লিখিল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার (৯ ফেব্র“য়ারী) বিকালে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পদক আলহাজ মো. মাইনুল হোসেন খান লিখনের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পেয়েছি। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক একরামুল হককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে সোমবার (৭ জানুয়ারী) একই অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD