সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ২১ ফেব্রুয়ারি বিকালে জেলা পুলিশ ও পুনাক সিরাজগঞ্জের পক্ষ থেকে পুলিশ লাইনস মাঠে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
এ সময় পুলিশ সুপার বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট আইটিসি মোহাম্মদ শরীফুল হক, সিরাজগঞ্জ, পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ সিরাজগঞ্জের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD