আগামি ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, এ্যাড. বিমল কুমার দাস, আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন।
এসময় বক্তারা বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনের সকল কার্যক্রম শেষের মধ্যে, আগামী কাল সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনলাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় নেতা কমীদের উপস্থিতে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
আর এ সম্মেলনকে সুন্দর ও সফল করার লক্ষে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল বারি শেখ, উপ-দপ্তর সম্পাদক এহসান হাবিব, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ড. জান্নাত আরা হেনরিসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর নেতা কর্মীরা।
Posted ১১:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD