সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২০ হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট প্রদান করলেন ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলামের নিকট অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপির প্রতিনিধি এই ঔষধ হস্তান্তর করেন।
এ সময় তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারির মধ্যে সিরাজগঞ্জে প্যারাসিটামল ট্যাবলেটের পর্যাপ্ত সরবরাহ না থাকায় হাসপাতালের রোগীদের সাহায্যার্থে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষ থেকে ভেরিতাস ফার্মাসিটিক্যালস লিঃ এর ২০হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট অনুদান হিসাবে প্রদান করেছেন।
Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD