মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে ব্রীজের পিলারে ফাটল; ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
155 বার পঠিত
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে ব্রীজের পিলারে ফাটল; ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে ঈশ্বরদী পর্যন্ত ব্রীজ কালভার্ডের অধিকাংশ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। এই সাথে পাবনার ভাঙ্গুরার বাউনজান এলাকার ২৫ নাম্বার রেল ব্রীজের অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ফাটল। এতে ঝুকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে ৪২টি ট্রেন (২১টি ট্রেন য়ায় এবং ২১টি ট্রেন আসে)। বৃটিশ আমলে তৈরী মেয়াদ উত্তির্ণ এসব ব্রীজ ও কালভার্ড পার করেছে শতবছর। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে পুরোনো হলেও ঝুঁকিপূর্ণ নয় এই রুটের রেলসেতু। ইতিমধ্যে ২৫ নাম্বার রেল ব্রীজের সংস্কার কাজ শুরু হয়েছে। ব্রীজের নিচে বন্যার পানি থাকায় সংস্কার কাজ সাময়িক স্থগিত রয়েছে। বন্যার পানি সরে গেলে পুনরায় সংস্কার করা হবে এই সেতু।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে ষ্টেশন থেকে ঈশ্বরদী রেলপথের ২৫ নাম্বার রেলসেতু প্রায় ১২০ বছর আগে বৃটিশ শাসনামলে সিরাজগঞ্জ ও পাবনার সিমান্ত এলাকা নির্মিত হয়। চলনবিলের একটি শাখা নদীর উপর নির্মিত ২৫ নাম্বার সেতুর সবকটি পিলারে রয়েছে একাধিক ক্ষত। একটি পিলারে ইট সরে গর্তের সৃষ্টি হয়েছে। ভারবহনে পিলারের দুই পাশে লোহার এ্যঙ্গেল দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। সেতুর পিলারে ইটের গাঁথুনিতে ফাটল দেখা দেয়ায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রন করা হচ্ছে। ঝুঁকি এড়াতে লাল পতাকা উড়িয়ে নিয়ন্ত্রন করা হচ্ছে ট্রেনের গতি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ১০৫ বছরের স্থায়িত্বকাল ধরে নির্মিত এই সেতুটি মেয়াদ উত্তির্ন হয়েছে প্রায় ১৫ বছর আগে।


সিরাজগঞ্জ থেকে পাবনার গফুরাবাদ পর্যন্ত ৯৮কিলোমিটার রেলপথ নিয়ন্ত্রন করে সিরাজগঞ্জ রেলওয়ে। প্রতিদিন এই রেলপথ দিয়ে আসা যাওয়া করে ৪২টি ট্রেন। ২৫ নাম্বার সেতুটি ঝুকিপূর্ণ্য হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এই রেলপথে। প্রত্যন্ত বিলঞ্চলে সেতুর দুই পাড়ে ট্রেন দাঁড় করানোয় দেখা দেয় জীবনের ঝুঁকি।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসানুর রহমান আলোকিত বগুড়ার প্রতিনিধিকে বলেন, ২৫ নাম্বার ব্রীজের সংস্কার কাজ করা হচ্ছে। ট্রেন পড়ে যাওয়ার মতো ঝুকিপূর্ণ্য নয়। সংস্কার কাজের জন্য ট্রেনের গতি নিয়ন্ত্র করা হচ্ছে। যেখানে কাজ চলমান থাকে সেখানেই ট্রেনের গতি নিয়ন্ত্র করা হয়। কারন প্রচুর পরিমান শ্রমিক এখানে কাজ করে। শ্রমিকদের নিরাপত্তরা কারনে ট্রেনের গতি নিয়ন্ত্র করা হয়। এখানে দুর্ঘটনা ঘটার কোন সম্ভবনা নাই। সব কিছু ভালই আছে। বন্যার মৌসুম শেষ হলে সংস্কার কাজ শুরু হবে।


সিরাজগঞ্জ রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মৃধা বলেন, প্রত্যেকটি ট্রেন ২৫ নাম্বার পিলারের কাছে এসে ১-২ মিনিট স্লো করে। স্লো করার কারনে ২৫ নাম্বর ব্রীজ এলাকায় রাতে বেলায় টহল পুলিশের ব্যবস্থা করেছি।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ২৫ নাম্বার ব্রীজটি আমাদের নজরদারীতে আছে। ব্রীজটি ঝুঁকিপূর্ণ ভেবেই আমরা সংস্কার কাজ শুরু করেছি। এখন যে পর্যায়ে আছে তা ঝুঁকিপূর্ণ নয়। ব্রীজের নিচে বন্যার পানি রয়েছে। যে কারনে সংস্কার কাজ সাময়িক বন্ধ আছে। পানি সরে গেলে কাজ শুরু হবে।


Facebook Comments Box

Posted ৮:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!