সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ শাহারুল ইসলাম (৪০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার শাহারুল ইসলাম মেহেরপুর জেলার ধর্মচাকী গ্রামের শাহবাজ আলী ছেলে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোল চত্বরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ মাদক কারবারিকে আজ সকালে আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১২:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD