সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৩কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুর জেলার জামিয়ার পাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) ও হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক স¤্রাটকে আটক করা হয়েছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ২শত টাকা, ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান ,ঢাকা মেট্রো-ট-২০-২৯৬৪ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD