সিরাজগঞ্জে ২ হাজার ২১৮টি টিকা কেন্দ্র থেকে ৪ লাখ ৯০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৫ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. রাম পদ রায় এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে জেলার ১৩টি স্থায়ী ও ২ হাজার ২০৫টি অস্থায়ী মোট ২ হাজার ২১৮টি টিকা কেন্দ্র থেকে এ টিকা খাওয়ানো হবে। এ কার্যক্রমে ৪ হাজার ৪৩৬ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী নিয়োজিত থাকবেন।
এ সময় জেলা তথ্য অফিসার আবুল খায়ের, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বক্তব্য রাখেন।
Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD