মাদক বিরোধী অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর থেকে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, সাতক্ষীরার দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৮), ময়মনসিংহের বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে রাসেল শেখ (২২)।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় র্যাব-১২’র হেড কোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর চৌকষ আভিযানিক দল বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ৩ হাজার ৪ শত টাকা ও একটি ট্রাক-ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া-সিরাজগঞ্জসহ পাশ্ববর্তী এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD