সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪কেজি গাঁজাসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
গত মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে সলঙ্গা থানার সাহেবগঞ্জ ‘স’ মিলের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত শাহীন মিয়া (৩২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী মহল্লার মৃত লুদু মিয়ার ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD