সিরাজগঞ্জ মহান ভাষা দিবসের সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে শহীদ স্মরণে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদমিনার মুক্তির সোপানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
রাত ১২ টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন করেন জেলাপ্রশাসক ড.ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান।
এরপর পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। করোনার বিধিনিষেধ মেনেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD