সিরাজগঞ্জ সদর উপজেলার বিদ্যুতের কাজ করার সময় পিলারের নিচে চাপা পড়ে সুজন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রামের এই ঘটনা ঘটে। নিহত সুজন ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. মাসুম সেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলার গাড়াদহ গ্রামের বৈদ্যুতিক খুটি স্থাপনের সময় সুজন পিলারের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা বলেন, পিলারের নিচে চাপা পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে
ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud