ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের উপজেলার ঘুরকা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
আজ সোমবার (১মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘড়কা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় এঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় পাঠান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে যাত্রী।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আশিকুর রহমান জানান, যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির আলোকিত বগুড়া’র প্রতিবেদককে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজন নারী সহ দুইজন নিহত হয়।
দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ থানায় নিয়ে এসেছে।
Posted ৮:১৩ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD